নিজস্ব প্রতিবেদক
জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদের মনোনয়ন ফরম সংগ্রহের খবরটি সম্পূর্ণরূপে মিথ্যা ও বানোয়াট। সোমবার এ বিষয় বিরোধী দলীয় নেতার মূখপাত্র কাজী মামুনূর রশিদ এ তথ্য জানান।
তিনি বলেন, দলের একটি গোষ্ঠি বেগম রওশন এরশাদের নামে মনোনয়ন ফরম সংগ্রহ করার নাটক সাজিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান কার্যালয়ে উপস্থিত সাংবাদিকদের বিভ্রান্ত করছেন। যা স্যোশাল মিডিয়ায় প্রচার করা হচ্ছে। এতে সংবাদমাধ্যম কর্মীরা পড়ছেন তথ্য বিভ্রাটে।
কাজী মামুন বলেন, স্পষ্ট বক্তব্য ম্যাডাম রওশন এরশাদ কোনো মনোনয়ন ফরম সংগ্রহ করেননি। আজ রাতে রওশন এরশাদের পক্ষে জাতীয় পার্টির মনোনয়ন ফরম বিক্রির সিদ্ধান্ত জানানো হবে।
এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির (জাপা) দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়েছে। আজ সোমবার (২০ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর বনানীতে জাপা চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদেরের কার্যালয়ে এ কার্যক্রম শুরু হয়।
এক সময় আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের সঙ্গী জাতীয় পার্টি ২০১৮ সালে এককভাবে নির্বাচন করে ওই নির্বাচনে ২২টি আসন পেয়ে প্রধান বিরোধীদল হয়।
এবারও ৩০০ আসনে এককভাবে লড়ার ঘোষণা দিয়েছে জাতীয় পার্টি। তবে গত কয়েকবারের ভোটের মতই এবারও নির্বাচনের আগে জাতীয় পার্টির নেতাদের মধ্যে ভিন্ন ধরনের সুর পাওয়া যাচ্ছে।