আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাসী রাজনৈতিক দল, গণতন্ত্রের ধারা অব্যহত রাখতে সব নির্বাচনে অংশ নেবে
আওয়ামী লীগের দলীয় পতাকা/সংগৃহীত
উপজেলা নির্বাচনের পাশাপাশি সিটি কর্পোরেশন ও পৌরসভা নির্বাচনেও দলীয় প্রতীক নৌকা না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম গণমাধ্যমকর্মীদের এ তথ্য জানিয়েছেন।
সোমবার (২২ জানুয়ারি) রাতে গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়। সেখান থেকে বেরিয়ে এ তথ্য জানান তিনি।
নাছিম বলেন, “আগামী সিটি করপোরেশন নির্বাচন ও উপজেলা পরিষদ নির্বাচন, এমনকি পৌরসভা নির্বাচনেও কোনো প্রতীকে নির্বাচন করবে না আওয়ামী লীগ। আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাসী রাজনৈতিক দল, গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে সব নির্বাচনে অংশ নেবে, তবে স্থানীয় সরকারে সরাসরি নৌকা প্রতীক দেয়া হবে না।”প্রসঙ্গত, সবশেষ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান ও সংরক্ষিত ভাইস চেয়ারম্যান পদ দুইটি উন্মুক্ত রেখেছিল আওয়ামী লীগ