চলন্ত ট্রেনে যাত্রীর মুঠোফোন চুরি করতে ছোঁ মেরেছিল ওই চোর
ঝুলন্ত চোরকে এক কিলোমিটার টেনে নেন যাত্রীরা/সংগৃহীত
ভারতে ট্রেনের জানালা দিয়ে চুরি করতে গিয়ে ধরা খাওয়া চোরকে ঝুলন্ত অবস্থায় রীতিমত এক কিলোমিটার টেনে নিয়েছেন যাত্রীরা।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়, চলন্ত ট্রেনে যাত্রীর মুঠোফোন চুরি করতে ছোঁ মেরেছিল ওই চোর। তবে কামরায় বসা সতর্ক যাত্রী চোরের দু্ই হাত শক্ত করে ধরে ফেলায় শূন্যে ঝুলতে থাকে সে। কামরার অন্য যাত্রীরাও চোরটিকে ধরে রাখতে সাহায্য করে। চোরটি মুক্ত হওয়ার চেষ্টা করলেও লাভ হয়নি। ট্রেনের সঙ্গে ঝুলতে ঝুলতেই যেতে থাকে সে। এভাবে তাকে পাড়ি দিতে হয় অন্তত এক কিলোমিটার পথ।
ঘটনাটির ভিডিও ধারণ করে এক্সে (টুইটার) প্রকাশ করেন আরেক যাত্রী। ক্যাপশনে বলা হয়, বিহারের ভগলপুরের কাছে কালেশ নামের জায়গায় চলন্ত ট্রেনে চুরিটা করতে চেয়েছিল লোকটি।
ভিডিও দৃশ্যটি কবে ও ঠিক কোথায় ধারণ করা হয়েছে তা জানানো হয়নি।
২০২২ সালে বিহারে এমনই আরেক ঘটনা ঘটেছিল। সেবার সাহেবপুর কামাল স্টেশনে এক ট্রেনে একইভাবে জানালা দিয়ে এক যাত্রীর ফোন চুরির চেষ্টা করে এক চোর। যাত্রীরা তাকে ধরে ফেলেন। এরপর এভাবে তাকে ১০ কিলোমিটার ঝুলিয়ে ভ্রমণ করানো হয়।