ড্রোন হামলা ঠেকাতে আরব সাগরে যুদ্ধজাহাজ মোতায়েন করেছে ভারত

ছবি: আইএনএস মুরমুগাও

ভারত অভিমুখী জাহাজে হামালা ঠেকাতে আরব সাগরে যুদ্ধজাহাজ মোতায়েন করেছে ভারত।  

আরব সাগরে সাম্প্রতিক হামলার কথা বিবেচনা করে, ভারতীয় নৌবাহিনী প্রতিরোধক মূলক ব্যবস্থার অংশ হিসেবে সংশ্লিষ্ট সমুদ্র অঞ্চলে গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার মোতায়েন করেছে।জাহাজ গুলো হল আইএনএস মুরমুগাও, আইএনএস কোচি এবং আইএনএস কলকাতা মোতায়েন করেছে, সোমবার একটি  বিবৃতিতে ভারতীয় কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে। খবর আনাদোলু।

বিবৃতিতে জানানো হয়, সংশ্লিষ্ট সমুদ্র অঞ্চলের নিরাপত্তা নিশ্চিতে লং-রেঞ্জ নজরদারী বিমান পিএইটআই নিয়জিত করা হয়েছে।  

ভারতের পশ্চিম জলসীমায় পরপর দুটি বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলার কারণে বিস্ফোরণ এবং অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে এই ব্যবস্থা গ্রহণ করা হলো।গাজায় ইসরায়েলি বর্বরাতার প্রতিবাদে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা দক্ষিণ লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলা উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে। পেন্টাগনের মতে, এ পর্যন্ত হুথি বিদ্রোহীরা ৩৫টিরও বেশি দেশের সঙ্গে জড়িত ১০টি বাণিজ্যিক জাহাজকে লক্ষ্য করে ১০০টিরও বেশি ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

অধিকাংশ হামলা প্রতিরোধ করা সম্ভব হলেও কিছু ড্রোন তাদের লক্ষ্য বস্তুতে আঘাত হানতে সক্ষম হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *