সিরাজগঞ্জে বিএনপির মিছিল থেকে নৌকার নির্বাচনি ক্যাম্প ভাঙচুর

ক্যাম্প ভাঙচুরের পাশাপাশি অগ্নিসংযোগের চেষ্টা করা হয় বলে দাবি আওয়ামী লীগের।

সিরাজগঞ্জ সদর উপজেলায় বিএনপির মশাল মিছিল থেকে নৌকা প্রার্থীর নির্বাচনি ক্যাম্প ভাঙচুরের ঘটনা ঘটেছে।

শুক্রবার সন্ধ্যার পর শহরের রামগাতি এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন সিরাজগঞ্জ সদর থানার ওসি সিরাজুল ইসলাম।

পুলিশ জানায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন ও হরতালের সমর্থনে সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর নেতৃত্বে শহরের মিরপুর ওয়াপদা থেকে বনবাড়ীয়া পর্যন্ত মশাল মিছিল করা হয়।সিরাজগঞ্জ-কড্ডা আঞ্চলিক সড়ক দিয়ে মিছিলটি যাওয়ার পথে রামগাতি মসজিদের পাশে সিরাজগঞ্জ-২ আসনে নৌকার প্রার্থী জান্নাত আরা হেনরীর নির্বাচনি ক্যাম্প ভাঙচুর করার অভিযোগ উঠেছে।

সিরাজগঞ্জ পৌর শহরের ১৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কোষাধ্যক্ষ নাজমুল আলম বলেন, “ঝটিকা মশাল মিছিল থেকে আওয়ামী লীগ প্রার্থীর নির্বাচনি অফিসে হামলা চালায় বিএনপির নেতাকর্মীরা। এ সময় ক্যাম্পের টেবিল, চেয়ার ভাঙচুর ও পোস্টার ছিড়ে ফেলেছেন তারা। এক পর্যায়ে অগ্নিসংযোগেরও চেষ্টা করা হয়।”

খবর পেয়ে জেলা আওয়ামী লীগের নেতারা এবং পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নির্বাচনি ক্যাম্প ভাঙচুরের ঘটনায় রাত ১০টা পর্যন্ত কেউ থানায় মামলা করেনি বলে জানান ওসি সিরাজুল।

এদিকে সন্ধ্যার পর বেলকুচি উপজেলার মুকুন্দগাতি বাজারসহ কয়েকটি স্থানে মশাল মিছিল করেছে বিএনপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *