স্টাফ করেসপন্ডেন্ট
সংগৃহীত ছবি
কক্সবাজার: কক্সবাজারের উখিয়া উপজেলায় রোহিঙ্গা ক্যাম্পে আগুন লাগার ঘটনা ঘটেছে।
শনিবার (৬ জানুয়ারি) রাত ১টার দিকে উখিয়া ৫ নম্বর ক্যাম্পে এ অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে।আগুন নিয়ন্ত্রণে ফায়ার সাভির্সের পাঁচটি ইউনিট কাজ করছে। তবে আগুন চারদিকে ছড়িয়ে পড়ছে বলে জানা গেছে।
৫ নম্বর ক্যাম্পের ‘এ’ ব্লকের হেড মাঝি (নেতা) মোহাম্মদ হামিদ আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে, ১৪ আমর্ড পুলিশের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ইকবাল জানান, আগুনে এখন পর্যন্ত ১৫-২০টি ঘর পুড়ে গেছে।ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আগুনে সূত্রপাত কীভাবে তা এখনও জানা যায়নি