বিএনপির ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঝালকাঠি-১ আসন থেকে মনোনয়ন পেয়েছেন। আজ বৃহস্পতিবার বিকেলে সংবাদ সম্মেলনে শাহজাহান ওমর নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
ঝালকাঠি জেলা রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম গণমাধ্যমকে জানিয়েছেন, বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিন শাহজাহান ওমর অনলাইনে মনোনয়নপত্র দাখিল করেছেন ।
বিএনপি থেকে পদত্যাগ করবেন বলেও জানিয়েছেন শাহজাহান ওমর।
এর আগে, রাজধানীর নিউ মার্কেট এলাকায় বাসে আগুনের ঘটনায় বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমরকে জামিন দেন আদালত।
ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ ফয়সাল আতিক বিন কাদেরের আদালত শাহজাহান ওমরের জামিন মঞ্জুর করেন। বুধবার (২৯ নভেম্বর) বিকেলে গাজীপুরের কাশিমপুর কারাগার-২ থেকে তিনি মুক্তি পেয়েছিলেন।